শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

06 Feb 25
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।
 
এসময় শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধান, হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা, সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর পরপরই নতুন কমিটিকে শুভেচ্ছা জানান শাবিপ্রবি ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখা সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা।