চবিতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় শাবি প্রেসক্লাবের নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য মোশাররফ শাহ এর ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে জড়িতদের স্থায়ী বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।