করোনা সঙ্কটে অসহায় মানুষের পাশে শাবি প্রেসক্লাব
করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে ঘরবন্দী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অস্বচ্ছল পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'।
শনিবার শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান ও সাধারন সম্পাদক মেহেদী কবীর এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ৩০টি অস্বচ্ছল পরিবারকে সহায়তা প্রদানের কথা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীতে সারা বিশ্ব থমকে দাঁড়িয়েছে। মানুষের কর্মজীবনে স্থবিরতা নেমে এসেছে। যার ভয়ানক প্রভাব পড়েছে আমাদের অর্থনীতি ও সামগ্রিক জীবনধারাতে। প্রতিষ্ঠার পর থেকেই শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বর্তমান ক্রান্তিলগ্নে বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থী, বিভিন্ন আবাসিক হলের ডাইনিং ও ক্যাফেটেরিয়ার কর্মচারী, টং দোকানদার ও ফুডকোর্টের কর্মচারীদের সহায়তা করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রাথমিক অবস্থায় ৩০জনকে তাদের অবস্থা বিবেচনায় ও চাহিদার প্রেক্ষিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন পরিমাণে আর্থিক সাহায্য প্রেরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে আবারো এ ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হবে।
বিবৃতিতে বিত্তশালী মানুষদের অসহায়দের সহায়তা করার ও সকলকে সরকার নির্ধারিত করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বার্তাপ্রেরক
জুবায়ের মাহমুদ
দপ্তর সম্পাদক
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব