জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোকবার্তা

 

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব পরিবার।

বৃহস্পতিবার শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান ও সাধারণ সম্পাদক মেহেদী কবীর এক বিবৃতিতে এ শোক জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, দেশের শিক্ষা খাতে ও বাংলা সাহিত্যের গবেষণায় অধ্যাপক আনিসুজ্জামানের অবদান অবিস্মরণীয় । শিক্ষা ও গবেষণায় অবদান রাখার পাশাপাশি তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমৃত্যু কাজ করে গিয়েছেন তিনি। লাভ করেছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকসহ অসংখ্য পুরষ্কার ।

বিদগ্ধ এই শিক্ষাবিদের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বার্তা প্রেরক
জুবায়ের মাহমুদ
দপ্তর সম্পাদক
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব