প্রতি বছরের ন্যায় এ বছরও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
রবিবার (১৬ ডিসেম্বর) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরীর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে প্রশাসন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারি সমিতি, ডিন’স ফোরাম, শাবি প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এর আগে ৭টা ৪৫ মিনিটে প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
এদিকে সকাল ৯টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে একটি বিজয় র্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়। পরে মিনি অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাদ যোহর দোয়া মাহফিল ও বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।