শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৯তম কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক ম্যাগাজিন ‘কথন-৪’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
এতে চীফ গেস্ট হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং গেস্ট অব অনার ও চীফ এডভাইজার হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন 'আজকের পত্রিকা'র সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।