মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি

17 Dec 20
মুজিব শতবর্ষে শাবি প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন “শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব”র আয়োজনে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের পাশে চারাগাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড রাশেদ তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম, শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফ আহমদ প্রমুখ।