মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ- ২০২১

28 Nov 21
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ-২০২১ এর উদ্বোধন পর্বের কিছু মুহূর্ত। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
 
এছাড়া আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মস্তাবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খাইরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল আলম, প্রক্টর ড. আলমগীর কবীর, শাহপরাণ হলের প্রভোস্ট ড. মিজানুর রহমান খান, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট জায়েদা শারমিন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলাম,নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোখলেছুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল, সহকারী প্রক্টর শফিউল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, সজিব কুমার মহন্ত, সহকারী অধ্যাপক মোহাম্মদ সেলিম মিয়া, শাবি কর্মকর্তা সমিতির সভাপতি তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি রাজীব হোসেন, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম, রাশেদুল হাসান, স্পোর্টস সাস্টের সাধারণ সম্পাদক শাফায়েত জামিল সৌরভ ও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
 
শাবির শিক্ষক, কর্মকর্তা ও প্রেসক্লাবের সাংবাদিকরা এ ক্রীড়া সপ্তাহে অংশগ্রহণ করেন। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ‘শাবি শিক্ষক সমিতি’ ও ‘শাবি অফিসার্স এসোসিয়েশন’। খেলা পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্রীড়া বিয়ষক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’। খেলা চলে ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ডি বিল্ডিং গ্রাউন্ড ও ডি বিল্ডিং ১০০১নং রুমে।