শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত ‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ-২০২১’ এর নিবন্ধন প্রক্রিয়ায় আপনাকে স্বাগতম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও প্রেসক্লাব সাংবাদিকগণ উক্ত ক্রীড়া সপ্তাহে অংশগ্রহণ করতে পারবেন। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকছেন ‘শাবি শিক্ষক সমিতি’ ও ‘শাবি অফিসার্স এসোসিয়েশন’। খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্রীড়া সংগঠন ‘স্পোর্টস সাস্ট’।
***খেলায় অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৭ নভেম্বর ২০২১ (রোজ শনিবার) সন্ধ্যা ৬ঘটিকার মধ্যে অনলাইনে নিবন্ধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এন্ট্রি ফি ছাড়াই এ ক্রীড়া সপ্তাহের যে কোন ইভেন্টে রেজিস্ট্রেশন করতে পারবেন।
নিয়মাবলীঃ
• মাস্ক পরিধানসহ সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক প্রতিযোগীকে খেলায় অংশগ্রহণ করতে হবে।
• শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
• এ ক্রীড়া সপ্তাহে অংশগ্রহণের জন্য কোন ধরণের এন্ট্রি ফি প্রয়োজ্য নয়।
• একজন প্রতিযোগী একক ও দ্বৈত উভয় ধরণের খেলা মিলে সর্বমোট ৫টি খেলায় অংশগ্রহণ করতে পারবেন।
• কোন খেলার শিডিউল পরিবর্তনযোগ্য নয়।
• খেলা শুরুর আধা ঘন্টার ভিতর কোন প্রতিযোগী অনুপস্থিত থাকলে উপস্থিত প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হবে ।
• প্রত্যেক খেলা শুরুর আগে নিয়মাবলী জানিয়ে দেওয়া হবে।
• যেকোন ব্যাপারে আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
নিন্মোক্ত লিংকে গিয়ে নিবন্ধন করুন